নকলা (শেরপুুুর) প্রতিনিধি
পঞ্চম উপজেলা নির্বাচনে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ১৬টি উপজেলা পরিষদ নির্বাচনে নকলা উপজেলা থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সভাপতিত্ব করেন দলীয় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা।
দলটির উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply