জাতীয় পার্টির ৯ম কেন্দ্রীয় কাউন্সিলে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আলহাজ্ব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়াকে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব হিসেবে মনােনীত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের এমপি ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।
গতকাল শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে জেলা শহরের টেংকেরপাড়স্থ দানবীর লােকনাথ রায় চৌধুরী ময়দান কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দমিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব ও নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. আব্দুল্লাহ আল হেলাল, শেখ মাহবুবুর রহমান, পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ ফিরােজ খান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সহ সভাপতি মামুন খান, বিজয়নগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও নবগঠিত জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদ বারী, জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক মাও. সিরাজ আকরাম, জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ইকরাম মােল্লা, সাংগঠনিক সম্পাদক মাও. মোঃ তাহের ,জাতীয় মহিলা পার্টির সভানেত্রী রােকসানা ইয়াছমিন, জেলা জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক আহসান উদ্দিন হাসান, সদর উপজেলা কৃষক পার্টির সভাপতি কাসেম হাজারী, ইয়াছিন মিয়া, সাহেদ, মােজাহিদ, আতাউর, ছাত্রনেতা শাহীন প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, জাতীয় পার্টির ৯ম কেন্দ্রীয় কাউন্সিলে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়াকে অতিরিক্ত মহাসচিব নিযুক্ত করায় চট্টগ্রাম বিভাগীয় জাতীয় পার্টি আরাে সুসংগঠিত হবে। নেতৃবৃন্দ রেজাউল ইসলাম ভূইয়াকে সঠিক মূল্যায়ন করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply