স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
পূর্ববিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় এক ইউপি সদস্য খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। নিহত ইউপি সদস্যের নাম আবু বক্কর সিদ্দিক ওরফে রকেট মেম্বার (৫৫)।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের বেপারীপাড়ায় বর্তমান ইউপি সদস্য শাহ আলমের লোকজন সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক ওরফে রকেট মেম্বারের উপর হামলা চালায়। হামলায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়িয়ে রকেট মেম্বারকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় রকেট মেম্বারকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একটি সূত্র জানায়, গত কোরবানি ঈদের সময় সরাইল বাজারে শাহ আলম মেম্বারের দুই ভাইকে রকেট মেম্বারের লোকজন পিটিয়ে আহত করেন। এ ঘটনায় শাহ আলম মেম্বারের পক্ষে আদালতে মামলা করা হয়। মামলাটি বর্তমানে চলমান রয়েছে।
এ ঘটনার জেরধরেই বৃহস্পতিবার সন্ধ্যায় শাহ আলম মেম্বারের লোকজন রকেট মেম্বারের উপর হামলা চালায়। এতে রকেট মেম্বার খুন হন। রকেট মেম্বার খুনের খবর পেয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জেলা পুলিশের সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply