আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
সারাবিশ্ব যেখানে ভয়ানক রূপ ধারণ করেছে করােনা নামক মরণব্যাধি ভাইরাস। ডাক্তারগণ ওই ভাইরাসের লক্ষণের পূর্বে হালকা জ্বর, সর্দি কাশি দেখা দিলে প্রাথমিক চিকিৎসায় হিসেবে বাড়ীতে বসে যে সমস্ত ঔষধ সেবন করতে ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য যে সমস্ত পণ্য ব্যবহার করতে বলছেন, তার অনেকই নেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর বাজারে। বিভিন্ন ঔষধের দােকান, ফার্মেসী ও মুদি দােকান ঘুরে জানা গেছে, এসব সংকটের কথা। এ সময় নাসিরনগরে ট্যাবলেট সিভিট ২৫০ মি: গ্রা: ট্যাবলেট রিকানিল ২৫০ মি:গ্রা:,প্যারাসিটামল সিরাপ, হাত মুখ পরিস্কারের জন্য হেক্সিসল হ্যান্ড রাব, লাইফবয় হ্যান্ড ওয়াস,বিভিন্ন প্রকারের হ্যান্ড গ্লাভস্ সংকটের কথা শােনা যাচ্ছে। এ বিষয়ে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সাথে যােগাযােগ করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য কােনাে ঔষধ পত্র সংকট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা আস্তে আস্তে স্টক সীমিত করতে শুরু করেছি। পরবর্তীতে কােন দুর্ঘটনা ঘটার সাথে সাথেই যাতে প্রয়ােজনীয় চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারি। বাজারে বিভিন্ন ঔষধ ও পণ্য সংকটের কথা জানতে চাইলে তিনি বলেন, তা আমিও শুনেছি। বিভিন্ন ঔষধ কােম্পানীর এমআরগণ জানান, উৎপাদনের তুলনায় চাহিদা বেশী হওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply