মোঃ আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক সপ্তাহ থেকে অব্যাহতভাবে বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ( সাবেক কেন্দ্রীয় মহিলা লীগের সহসম্পাদক, ঢাকা দক্ষিণ এম বি কানিজ অসহায়, কর্মহীন, হতদরিদ্র পরিবারের শত শত মানুষের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
কয়েকদিনে তিনি উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক, আতুকোড়া, সিংহগ্রাম, বুড়িশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে, সদর ইউনিয়নের সদর সহ বিভিন্ন গ্রামে, কুন্ডা, তুল্লাপাড়া, দাঁতমন্ডল সহ বিভিন্ন এলাকায়, ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
বাংলাদেশ যুব-মহিলা লীগের কেন্দ্রীয় এই নেত্রী ঢাকার মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর, শাহাবাগ মোড়, কাওরান বাজার সহ বিভিন্ন এলাকায় অসহায়, ছিন্নমূল, হত দরিদ্র, কর্মহীনদের মাঝে কয়েক দাপে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করছেন।
বঙ্গবন্ধুর আদর্শের এই করোনা যুদ্ধা জানান, নাসিরনগরের বুড়িশ্বরে জাতির জনকের একনিষ্ঠ সেবক, সাবেক মন্ত্রী এডভোকেট সায়েদুল হকের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামীলীগের নিবেদিত প্রাণ আদর্শের সৈনিক মরহুম আবু তাহেরের কন্যা আমি। আমার বাবা চরম দুর্দিনে বাংলাদেশ আওয়ামীলীগ নাসিরনগর উপজেলা সেবা প্রদান করেছেন। আমিও সারাজীবন আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী হয়ে আমার ইউনিয়ন, উপজেলা তথা সারা বাংলাদেশের অসহায়, মেহনতি মানুষদের পাশে আমার সাধ্যমত সেবা দিয়ে যেতে চাই।
দেশের এ দুর্দিনে আমার সাধ্যমত চেষ্টা করবো যতটুকু মানুষের সেবা করা যায়। ইতিমধ্যে নাসিরনগর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে আমার উপহার আমি পাঠিয়েছি। বাকী ইউনিয়নের অসহায়দের মাঝেও এ ত্রাণ ও উপহার আগামীকাল বা পরশুর মধ্যে পৌঁছে যাবে।তিনি বলেন অসহায়,কর্মহীন মানুষের জন্য আমার এ উপহার প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply