সময়নিউজবিডি রিপোর্ট
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের ও আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮শত ৬২ জন।এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪শত ৮১ জন।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
নাসিমা সুলতানা বুলেটিনে আরো জানান, গত ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ ১৭ হাজার ৪১৪ টি নমুনা পরীক্ষা করে এই রিপোর্ট পাওয়া যায়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো ২ হাজার ২৩৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply