স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাসে (কুভিড-১৯) ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৮২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ রবিবার (০৫ জুলাই) সন্ধ্যায় ৪৩২ টি রিপোর্ট আসে। এর মধ্যে ৮২ জন করোনা সনাক্ত হয়েছে। ৮২ জনের মধ্যে সদর উপজেলায় ২৬ জন, নবীনগরে ২৪ জন, কসবায় ১১ জন, বিজয়নগরে ৭ জন, আশুগঞ্জে ৬ জন, আখাউড়ায় ৬ জন ও সরাইলে ২ জন।
এদিকে আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়েছে ৪৪৪ জন, আখাউড়া ৮৯ জন, বিজয়নগরে ৪৮ জন, নাসিরনগরে ৫২ জন, বাঞ্ছারামপুরে ৯৬ জন, নবীনগরে ২১৫ জন, সরাইলে ৯৪ জন, আশুগঞ্জে ৭০ জন ও কসবায় ২০৬ জন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply