স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
৬ টি সেলাই ও ২৪ ঘন্টা সাধারন বেডে বিশ্রামের জন্য সাড়ে ১৪ হাজার টাকা বিল ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে।
মঙ্গলবার (০৪ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পুরাতন জেলরোডস্থ দি ডাচ্-বাংলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে এ ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, গত ৩ আগস্ট উপর থেকে পড়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ার বাসিন্দা মুক্তা বেগম (৪৫) নামে এক বিধবা দরিদ্র নারী চিকিৎসা নিতে জেলা শহরের পুরাতন জেলরোডস্থ দি ডাচ্-বাংলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটালে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক জিনান রেজার তত্বাবধানে চিকিৎসা সেবা নেন মুক্তা বেগম। পরে ডাঃ জিনান রেজা মুক্তা বেগমকে (রোগীকে) চারটি পরীক্ষা করার পরামর্শ দেন। যে পরীক্ষাগুলো করাতে ঐ বিধবা নারীরা ১৮শত টাকা বিল পরিশোধ করতে হয়েছে।
এদিকে গত ০৩.০৮.২০২০ ইং থেকে ০৪.০৮.২০২০ ইং পর্যন্ত ডাঃ জিনান রেজার তত্বাবধানে চিকিৎসা নেন মুক্তা বেগম। পরে ২৪ ঘন্টা ঐ হাসপাতালটিতে একটি নরমাল বেডে চিকিৎসা শেষে বাড়িতে চলে যাওয়ার জন্য ছাড়পত্র দেন চিকিৎসক। আর ২৪ ঘন্টা একটি সাধারণ ওয়ার্ডের ২০১/৪ নম্বর বেডে চিকিৎসা শেষে রোগীর স্বজনদের হাতে ঔষধ ছাড়াই সাড়ে ১৪ হাজার টাকা বিল ধরিয়ে দিয়েছেন দি ডাচ্-বাংলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল নামে ঐ বেসরকারি হাসপাতালটির কর্তৃপক্ষ। আর ঔষধের বিল গুণতে হয়েছে সাড়ে ৪ হাজার টাকা। যা একজন হতদরিদ্র বিধবা নারীর জন্য মরার উপর খরার ঘাঁ এর মতো।
এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Mynul Hossain Chapl এক ব্যক্তি তার নিজ ফেসবুক আইডি থেকে Wisforbetterbrahmanbaria নামে একটি ফেসবুক গ্রুপে একটি স্ট্যাটাস পোস্ট করেন। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারী অনেকেই জেলা শহরের মধ্যে অবস্থিত এ বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ে সমালোচনা করে কেউ কেউ বলেছেন এসব হাসপাতাল ও হাসপাতালে থাকা চিকিৎসকরা কসাইখানা খুলে বসেছে। রোগী গেলেই এসব আজগুবি বিল ধরিয়ে দিয়ে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন।
এ ব্যাপারে দি ডাচ্-বাংলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল এর চেয়ারম্যান খলিল বশির মানিক এর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, বিষয়ট তিনি অবগত নন। জেনে বিস্তারিত জানাতে পারবেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply