স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র প্রদান করা হয়েছে। আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. ইয়াসির আরাফাত। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি মনের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। তবেই মানবজীবনের স্বার্থকতা। তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হয়ে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুর রহমান মান্না, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব সভাপতি মৃণাল কান্তি চৌধুরী লিটন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মামুন। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ২০ জন নারীর হাতে প্রশিক্ষণের সনদপত্র প্রদান করেন অতিথিরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply