সংবাদ শিরোনাম
ভৈরবে র‍্যাবের অভিযানে অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অপরাধে দুই বিদেশী নাগরিক আটক

ভৈরবে র‍্যাবের অভিযানে অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অপরাধে দুই বিদেশী নাগরিক আটক

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার দূর্জয় মোড় এলাকা হতে অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অপরাধে ০১জন লাইবেরিয়ান ও ০১ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের টহল টিম তাদের আটক করেন। আটককৃতরা হলেন- লাইবেরিয়ান নাগরিক দিরাজ নিউম্যাইডার (২৬) ও নাইজেরিয়ান নাগরিক সোনকামি (২৮)।
র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় বিদেশী নাগরিক দুজনকে আটক করেন। 
এ ব্যাপারে স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান, আটককৃদদের বিরুদ্ধে বিদেশী নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ৯ ধারার বিধান লংঘন করিয়া একই আইনের ১৪ ধারায় শাস্তি যোগ্য ধর্তব্য অপরাধ করায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com