সংবাদ শিরোনাম
নাসিরনগরে বিএমএসএফ এর কমিটি গঠন।।আব্দুল হান্নান সভাপতি ও শরীফ সম্পাদক

নাসিরনগরে বিএমএসএফ এর কমিটি গঠন।।আব্দুল হান্নান সভাপতি ও শরীফ সম্পাদক

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি,এম,এস,এফ এর দ্বিতীয় বারের মত ব্রাক্ষণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।
১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে দ্বিতীয় বারের মত এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হান্নানকে সভাপতি ও দৈনিক আইন বার্তার এডঃ মহিউদ্দিন চৌধুরী শরীফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।৭ নভেম্বর ২০২০ তারিখে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সদস্য সচিব আহমেদ আবু জাফর এ কমিটির অনুমোদন দিয়েছেন।  নাসিরনগরের পক্ষে কমিটি গ্রহন  করেন কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আহাদ।কমিটির অন্যান্যরা হলেন,সহ সভাপতি নির্মল চৌধুরী দৈনিক পেনব্রীজ,মুশফিকুর রহমান বাবু সহ সাধারণ সম্পাদক দৈনিক সকালের খবর,মারজান ইসলাম ভূইয়া দৈনিক যুগযুগান্তর -দপ্তর সম্পাদক,ফয়সাল আহমেদ দৈনিক সরজমিন বার্তা – সহ দপ্তর সম্পাদক,আবির ইসলাম বাপ্পী দৈনিক কুরুলিয়া প্রচার  সম্পাদক,কাজী রিফাত  আহমেদ – সাংগঠনিক সম্পাদক,দি পিপলস টাইম,মোরশেদ হায়দার – দৈনিক ঢাকার ডাক,আইন বিষয়ক সম্পাদক,বিধু রাজ বংশী,জয়যাত্রা টেলিভিশন- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,সাধারণ সদস্য মোরাদ মৃধা দৈনিক সমকাল,মোজাম্মিল হক মাসুমী দৈনিক ইনকিলাব,মানির“ল ইসলাম- দৈনিক যায়যায় দিন,রিয়াজুর রাশেদ রোবেল – দৈনিক মুক্তি ডাক,এডঃ আবু বক্কর ছিদ্দিক বাবর- সম্পাদক সাপ্তাহিক নাসিরনগর। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com