স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনারোধকল্পে পরিবহন চালক ও হেলপারদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্বরোডে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের অফিস কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান।
কর্মশালায় বক্তব্য রাখেন জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আল আমীন, বিশ্বরোড কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মোঃ রায়হান, হাইওয়ে পুলিশের এস.আই মোঃ আব্দুর রাজ্জাক।
কর্মশালায় বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকসার চালক ও হেলপারসহ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড়, চান্দুরা, শাহবাজপুরসহ হাইওয়ের বিভিন্ন স্থানে চালকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন হাইওয়ে পুলিশ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply