স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পরিচয়হীন মানুষের পাশে দাঁড়াবে “স্বজন” নামে একটি মানবিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
আজ রবিবার (০৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট করা স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলা ছাত্রলীগের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাজীপাড়ার বাসিন্দা জহিরুল ইসলাম জুম্মান “স্বজন ” নামে এ মানবিক সংগঠনের প্রধান উদ্যোক্তা হিসেবে কাজ করবেন।
সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হাসান সারোয়ার, সদস্য হিসেবে রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন ও অপর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম জুম্মান জানান,”স্বজন'”একটি মানবিক সংগঠন। পরিচয়হীন মৃত ও অসহায় মানুষের স্বজন হয়ে পাশে থেকে আজ থেকে এই সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।তিনি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে আশা লাশগুলোর মধ্যে অজ্ঞাত পরিচয়হীন যে লাশ থাকবে ঐ লাশের কবর কুড়া, গোসল করানো, কাফনের কাপড় পরানো, এম্বুলেন্স দিয়ে লাশ কবরস্থানে নেয়া, লাশের দাফন দেয়া পযর্ন্ত যাবতীয় কাজ এই সংগঠনের পক্ষ থেকে করা হবে। এছাড়াও প্রকৃত কোন গরীব রোগী টাকার জন্য ঢাকা নিয়ে চিকিৎসা করাতে পারছেন না তাদের যাতায়াত খরচ বাবদ এম্বুলেন্স ভাড়া আজ থেকে “স্বজন” সংগঠন এর পক্ষ থেকে বহন করা হবে।
এ বিষয়ে নিম্নে দেওয়া মুঠোফোনে যোগাযোগ করার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। জহিরুল ইসলাম জুম্মান, প্রধান উদ্যোক্তা ও সার্বিক তত্বাবধান ০১৭১১৩৩৯১৭০, প্রধান উপদেষ্টা, হাসান সারোয়ার, মোবাইল নাম্বার ০১৭১১৩৩৯১৭১, মাসুম বিল্লাহ, কার্যকরী সদস্য, মোবাইল নাম্বার ০১৭১১৭১১৫৯২, রবিউল হোসেন রুবেল কার্যকরী সদস্য, মোবাইল নাম্বার ০১৭১১৪২৭৪৪৯, শাহাদাৎ হোসেন শোভন, কার্যকরী সদস্য, মোবাইল নাম্বার ০১৭২৩৬৯৬৭২৫ ও আসাদুজ্জামান আসাদ, কার্যকরী সদস্য, মোবাইল নাম্বার ০১৭২২৫৭৯২৫৩।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply