স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার টিকিট পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি সাবেক উপমন্ত্রী প্রয়াত আলহাজ্ব অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সুযোগ্য সহধর্মিণী ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সহ ৩১টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবিরকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় প্রতীকে (নৌকা) মনোনয়ন দেওয়া হয়।
দলীয় মনোনয়নের খবরটি ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ উল্লাস রাস্তায় নেমে আনন্দ মিছিল করছে।
এ ব্যাপারে বর্তমান পৌর মেয়র নায়ার কবির বলেন, ‘সব মানুষের আন্তরিক ভালোবাসা ও দোয়ায় প্রিয় নেত্রী শেখ হাসিনা দ্বিতীয় বারের মতো আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনে সবার ভালোবাসা নিয়ে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাবো।
তিনি দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগরের অভাবনীয় উন্নয়নের রূপকার জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় ধন্যবাদ ও ও কৃতজ্ঞতা জানান। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply