স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামীকাল ১০ ফেব্রুয়ারি ২০২১ ইং রোজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার সকালে জনস্বার্থে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কর্তৃপক্ষ জেলা শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণের জ্ঞাতার্থে তা জানিয়ে দেওয়া হয়েছে।
মাইকিংয়ে জানানো হয়েছে, আগামীকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ঘাটুরা এলাকার বিদ্যুৎ এর সাব-স্টেশনের বিভিন্ন ত্রুটির মেরামত কাজ করার কারণে ঐ স্টেশনের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এবং মেরামত কাজ শেষে যথারীতি বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply