স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধের জেরধরে চাচাতো ভাইদের হাতে খুন হলেন রুহেল মিয়া (৩০) নামে আরেক চাচাতো ভাই। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছেন পুলিশ। আটককৃতরা হলেন- কাউসার মিয়া, বক্কর মিয়া ও ইয়াহিয়া।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৮ টায় সরাইল উপজেলার মোগলটুলা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সরাইল উপজেলা সদরের মোগলটুলা গ্রামের লিয়াকত মিয়ার ছেলে রুহেল মিয়ার সাথে তার চাচাতো ভাই কাউসার মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গতকাল মঙ্গলবার রাতে কাউসার মিয়া রুহেল মিয়ার ঘরের সামনে থুথু ফেলেন। এসময় রুহেল থুথু ফেলার প্রতিবাদ করলে কাউসার ও তার আরেক ভাই বক্করের সাথে বাকবিতণ্ডা শুরু হয় রুহেল মিয়ার। বাক-বিতণ্ডার এক পর্যায়ে কাউসার রুহেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মাটিয়ে লুটিয়ে পড়েন রুহেল। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় রুহেলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, এ ঘটনায় পুলিশ নিহত রুহেলের চাচাতো ভাই কাউসার মিয়া ও বক্কর মিয়াকে আটক করেছেন। এ ঘটনায় রুহেলের পিতা লিয়াকত মিয়া বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply