স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মিসেস নায়ার কবিরকে বিজয়ী করার লক্ষে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের এক নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উত্তর মৌড়াইল মসজিদ সংলগ্ন স্থানে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির।কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রহুল আমিন ভূইয়া বকুলের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মিনহাজ মামুনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ লাভলু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, কাউন্সিলর প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান, আওয়ামীলীগ নেতা শাহ মোঃ শাহ আলম, ফজলুর রহমান চৌধুরী, আলাউদ্দিন আলাল, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়ে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির বলেন, নৌকা মার্কা হলো উন্নয়নের মার্কা। পৌরসভার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দিন। তিনি বলেন, আপনারা প্রতিটি মানুষের কাছে যাবেন, ভোট চাইবেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরবেন। তিনি বলেন, সকল ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদকাসক্তদের প্রতিহত করতে আগামী ২৮ তারিখ ভোট কেন্দ্র উপস্থিত থেকে সারাদিন নৌকায় ভোট দিন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply