স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে।
গতকাল (১৭ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানান কর্মসূচির মাধ্যমে জাতিরজনক বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন করেন।
সকালে সর্বপ্রথম জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত এর নেতৃত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর নেতৃত্বে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী দাস, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া ও সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট তানভীর ভুইয়ার নেতৃত্ব আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা ও দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply