স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে এক লাখ টাকা জরিমানা ও ৪ টি ড্রেজার মেশিন জব্দ ও বিকল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ড ও ড্রেজার মেশিন জব্দ ও বিকল করা হয়।
জানা যায়, বৃহস্পতিবা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ লংঘন করে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার চেংঙ্গাপাড়া গ্রামে ০১ টি ড্রেজার মেশিন বিকল ও হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে বালু ব্যবসায়ী জব্বার মিয়ার দুটি ড্রেজার মেশিন বিকল করা হয় এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. ইয়াসির আরাফাত।
এদিকে পৃথক অপর এক অভিযানে বিজয়নগর উপজেলায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ভংগ করায় পাহাড়পুর ইউনিয়ন এর আলি আহমদ কে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান। এ সময় অবৈধ বালু তোলার মেশিন বিকল করে দেয়া হয়।
এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত এর সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থপ এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বিজয়নগর থানা পুলিশ সহযোগিতা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply