বিজয়নগর প্রতিনিধি
আগামী পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট নারী নেত্রী ও শিক্ষানুরাগী নাছিমা লুৎফুর রহমানের সমর্থনে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামবাসীর আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ মে) সন্ধ্যায় পাইকপাড়া বাজারে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফুর রহমানের সুযোগ্য স্বামী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক লুৎফুর রহমান ভুইয়া (মুকাই আলী) বলেন, আপনারা আমার স্ত্রীর জন্য দোয়া ও সহযোগিতা করবেন। আপনারা কোন অপশক্তিকে ভয় পাবেন না, নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।
জাতীয় পার্টির নেতা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও রেদুয়ান আহমেদ ভুঁইয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ জামাল রানা।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মুসাহিদ হোসেন ভুইয়া, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ মোঃ ইয়াসিন, আনোয়ার হোসেন, এমদাদ মিয়া, পিয়াস আহমেদ, শফিকুর রহমান ভুইয়া, আজিজুর রহমান আজিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।
এদিকে বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর গ্রামবাসীর আয়োজনে নাছিমা লুৎফুর রহমানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট নারী নেত্রী ও শিক্ষানুরাগী নাছিমা লুৎফুর রহমান।
যুবনেতা মাসুম রেজার পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন রসুলপুরের বিশিষ্ট মুরুব্বি আব্দুস সাত্তার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাছিমা লুৎফুর রহমানের সুযোগ্য স্বামী কুয়েত বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী লুৎফুর রহমান ভুইয়া (মুকাই আলী), জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ জামাল রানা, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ মোঃ ইয়াসিন, ইঞ্জিনিয়ার মুসাহিদ হোসেন ভুইয়া।
এসময় বক্তব্য রাখেন মোঃ শফিকুল ইসলাম, সবুজ মিয়া, সুমন মিয়া।
সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন সহ ব্যাপক নারী ভোটার উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply