স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ মোঃ জাহিদ ভূইয়া-(৩০) ও মোঃ লিটন মিয়া (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজাবহনকারী দুটি পিকআপও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জাহিদ ভূইয়া কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিলপাড়া গ্রামের হাজী আফসার আলী ভূইয়ার ছেলে ও গ্রেপ্তারকৃত লিটন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।বিকেলে গনমাধ্যম কর্মীদের কাছে র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তি বলা হয়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ও দুপুর দেড়টায় পৃথক অভিযান চালিয়ে দুটি পিকআপ আটক করা হয়। এ সময় পিকআপ দুটিতে তল্লাশী চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানায় গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply