সুমন খন্দকার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজি অটোরিকশায় যাত্রী পরিবহনে বিশেষ সতর্কতামূলক লিফলেট বিতরণ করেছেন পুলিশ।
সোমবার (০৩ মে) বেলা পৌনে ৩ টায় আখাউড়া পৌর এলাকার খরমপুর ও বাইপাস সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে আখাউড়া থানা পুলিশের উদ্যোগে এসব সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিতরণকৃত লিফলেটে আসন্ন ঈদ উল-ফিতর এর ঈদকে সামনে রেখে সড়কে যাত্রী সাধারণের গমনাগমন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় যাত্রী ও চালকদের নিরাপত্তার স্বার্থে সিএনজি অটোরিকশা চালানোর সময় ড্রাইভার ও স্ট্যান্ডে দায়িত্বরত পরিবহণ শ্রমিকদের কিছু বিষয়ে সতর্ক থাকতে আখাউড়া থানা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
যাত্রী পরিবহনে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে সেগুলো হলো – প্রত্যেক স্ট্যান্ডের লাইনম্যানগন একটি রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ করতে হবে, সিএনজি অটোরিকশা স্ট্যান্ড হতে গন্তব্যে রওয়ানা দেওয়ার সময় লাইনম্যান যাত্রীদের ছবি তুলে ও মোবাইল নাম্বার রাখতে হবে, সন্দেহজনক ও অপরিচিত কোন যাত্রী নিয়ে রিজার্ভ ভাড়া নেওয়া হতে বিরত থাকতে হবে, সন্ধ্যার পর সিএনজি অটোরিকশা চলাচলে বিরত থাকতে হবে, অপরিচিত বা পরিচিত যাত্রীদের দেখতে সন্দেহজনক মনে হলে রিজার্ভ ভাড়া নেওয়া হতে বিরত থাকতে হবে, সন্দেহজনক স্থান বা নির্জন স্থান হতে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করা থেকে বিরত থাকতে হবে, অপরিচিত সড়কে যাত্রী পরিবহনে সম্পূর্ণ বিরত থাকতে হবে, স্ট্যান্ড হতে নির্দিষ্ট পরিচিত সড়কের মধ্যে যান চলাচল করুন, রিজার্ভ ভাড়া বা অন্য কোনো কারণে অপরিচিত লোকজন চলাচল নাই এমন সড়কে যানবাহন চলাচল থেকে বিরত থাকতে হবে এবং জরুরি প্রয়োজনে পুলিশে সহযোগিতা নেওয়ার জন্য পুলিশকে অবগত করার জন্য আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে আখাউড়া থানা পুলিশের সাথে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের নেতারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রী সাধারন ও সিএনজি অটোরিকশাসহ সকল পরিবহন চালকদের নিরাপত্তার স্বার্থে এ সতর্কতা মূলক লিফলেট বিতরণ। যাতে যাত্রী ও চালকরা কোন ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply