সংবাদ শিরোনাম
রেল যাতায়াত, যানজট ও লোডশেডিং সমস্যা সমাধানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে ৬ জন আটক গণঅভ্যুত্থানে শহীদদের খসড়া তালিকায় ৭০৮ জন সিডস ফর দ্য ফিউচারের আঞ্চলিক পর্বে অংশ নিতে চীনে বাংলাদেশী শিক্ষার্থীরা সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ।। আহত-৫০ ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু রাঙামাটিতে পর্যটন ভ্রমণে তিন দিনের নিষেধাজ্ঞা ইবির সাবেক শিক্ষক ড. নকীব নসরুল্লাহ হলেন ইবির নতুন উপাচার্য নবীনগরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া সাংবাদিক ও অপসাংবাদিকতা প্রতিরোধে কমিটি গঠন।। আহ্বায়ক আরজু ও সদস্য সচিব আল আমিন শাহীন
হেফাজতের তাণ্ডব- র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় দুই তাণ্ডবকারীকে গ্রেফতার 

হেফাজতের তাণ্ডব- র‍্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় দুই তাণ্ডবকারীকে গ্রেফতার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হেফাজতের তাণ্ডবের ঘটনায় মোঃ সাইফ খান (২৫) ও এরশাদ মিয়া (৩৩) নামে জড়িত দুই তাণ্ডবকারীকে গ্রেফতার করেছেন র‍্যাব।
গতকাল বুধবার (০৫ মে) বেলা পৌনে ১ টায় বিশ্বরোড এলাকা থেকে ও রাত সাড়ে ৭ টায় জেলা শহরের শেরপুর এলাকা হতে পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেফতার করেন র‍্যাব।
গ্রেপ্তারকৃত আসামী এরশাদ মিয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে। সে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা বিশ্বরোড এলাকার হানিফের বাসার ভাড়াটিয়া এবং অপর আসামী মোঃ সাইফ খান জেলা শহরের শেরপুর এলাকার মোঃ কাউছার খানের ছেলে।
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা সদস্য এবং র‍্যাব-১৪ এর আভিযানিক দল মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হেফাজতের তাণ্ডবের ঘটনায় গতকাল বুধবার বেলা পৌনে ১ টায় বিশ্বরোড এলাকা থেকে ও একই দিন রাত সাড়ে ৭ টায় জেলা শহরের শেরপুর এলাকা থেকে তাণ্ডবের ঘটনার অন্যতম আসামী এরশাদ মিয়া ও মোঃ সাইফ খানকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃত এরশাদ মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-০১, তারিখ-০১/০৪/ ২০২১, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/ ৪৩৫/৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন এর-৩/৪ মূলে গ্রেফতার দেখিয়ে সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে। অপরদিকে গ্রেপ্তারকৃত মোঃ সাইফ খানকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার মামলা নং-০৫, তারিখ-০১/০৪/২০২১,ধারা-১৪৩/৪৪৮/৪৩৫/৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোড তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি মূলে গ্রেফতার দেখিয়ে সদর মডেল থানায় সোর্পদ করা হয়।
র‍্যাব-১৪,সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com