ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ১০ কেজি গাঁজা‘সহ মোঃ আব্দুস সাত্তার (২৭) নামে ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র্যাব। গ্রেপ্তারকৃত মোঃ আব্দুস সাত্তার নরসিংদী জেলার রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের মোঃ নবী হোসেনের ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুস সাত্তারকে গ্রেফতার করেন র্যাব। এসময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে তা জব্দ করেন।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার
ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply