সংবাদ শিরোনাম
বিজয়নগরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার 

বিজয়নগরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার 

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রোমান বিন সাইদ রাব্বি (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‍্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শনিবার (২২ মে) সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র‍্যাব। এসময় তার কাছ থেকে ১৩ বোতল স্কফ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেন ও সেগুলো জব্দ করেন। গ্রেপ্তারকৃত রোমান বিন সাইদ রাব্বি রাজধানী ঢাকার খিলগাঁ উত্তর গোরান এলাকার মোঃ রওশন আলীর ছেলে।
র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোহাম্মদ আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com