মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনার মূলহোতা সাজিদুর রহমান ও মুফতি মোবারক উল্লাহ সহ জড়িতদের বিচার দাবীতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছেন বিক্ষুব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী। শুক্রবার (০৪ জুন) সকাল ১০ টায় বিক্ষুব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসীর উদ্যোগে জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হবে। এতে প্রথমে পৌরসভার ১২ টি ওয়ার্ডে এবং পরবর্তীতে সদর উপজেলা ও বিজয়নগরের প্রতিটি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply