স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১৬৬ বোতল স্কাফ ও ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গতকাল সোমবার সন্ধ্যায় ও আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় জেলার আখাউড়া ও আশুগঞ্জ থেকে তাদেরকে আটক করেন র্যাব।
আটককৃতরা হলেন- সিরাজুল ইসলাম(৪০), সিরাজুল ইসলাম (৫২), মেহেদী হাসান (৪৫), বাচ্চু মিয়া খাদেম (৪৫) ও মোঃ আল আমিন (২১)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে জেলার আখাউড়া দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে দূর্গাপুর গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে মেহেদী হাসান, রামধনগরের মৃত আব্দুল কাদিরের ছেলে সিরাজুল ইসলাম, দূর্গাপুর গ্রামের মৃত আবু আলীর ছেলে সিরাজুল ইসলাম ও খরমপুর গ্রামের মৃত নান্নু মিয়া খাদেমের ছেলে বাচ্চু মিয়া খাদেমকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১২৯ বোতল স্কাফ, ১.৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮ হাজার ৫শত টাকা উদ্ধার করে সেগুলো জব্দ করেন। অপরদিকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় র্যাবের পৃথক একটি অভিযানে জেলার
আশুগঞ্জ গোলচত্তর এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মেড্ডার জাহাঙ্গীর আলম ভুইয়ার ছেলে আল আমিনকে আটক করেন র্যাব। এসময় তার কাছ থেকে ৩৭ বোতল স্কাফ, ০১ টি মোটরসাইকেল, ০১ টি হেলমেট উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply