স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, দুপুরে বড়হরণ এলাকায় রেল লাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। তিনি বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি কোন ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ছিটকে খাদে পড়ে মারা যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply