স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪০ কেজি গঁাজাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় গাঁজাবাহী একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোল প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম রাসেল- (১৯), নরসিংদী জেলার সদর উপজেলার নাগরিয়া কান্দি গ্রামের মোঃ সাগর মিয়া-(২৪) ও ঢাকা জেলার দক্ষিণখান মধুবাগ এলাকার মোঃ নাহিন উদ্দিন-(২৩)।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র্যাব সদস্যরা বৃহস্পতিবার সকাল ৭টায় আশুগঞ্জ টোল প্লাজার সামনে একটি প্রাইভেটকার আটক করে। পরে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply