স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আজ ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৩ জন। সুস্থ হয়েছেন ২ জন ও মারা গিয়েছেন ৩ জন।
বুধবার (০৭ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ বুধবার করোনা ভাইরাস কোভিড ১৯ এর ৩৯২ টি রিপোর্টের ফলাফল আসে। এর মধ্যে ১০৩ জনের করোনা সনাক্ত হয়। করোনা আক্রান্তদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২৬ জন, কসবায় ৩১ জন, সরাইলে ৮ জন, আখাউড়ায় ৮ জন, আশুগঞ্জে ১৭ জন, বিজয়নগরে ১ জন, নবীনগরে ৬ জন ও বাঞ্ছারামপুরে ৬ জন।
জেলায় আজ করোনায় মারা গেছেন ৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ১ জন, নবীনগরে ১ জন ও সরাইলে ১ জন। আর সুস্থ হয়েছেন ২ জন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকলকে মাস্ক পড়তে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে এবং ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোতে হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply