কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারে কমলগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে এসে চা বাগানে ধর্ষনের শিকার হয়েছে এক যুবতী।
জানা যায়, কয়েকদিন আগে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার মীরালাল র্যালীর ২৪ বছর বয়সী মেয়ে কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের কালীটিলা এলাকায় বোনের বাড়ীতে বেড়াতে আসে। বুধবার দুপুরে চা বাগানে বেড়ানোর সময় পূর্ব পরিচিত ভুট্টো কুর্মীর ছেলে সঞ্জয় কুর্মী (২৫) এর সাথে দেখা হলে বেড়ানোর চলে বাড়ীর পাশের্বই একটি পরিত্যক্ত স্কুল ঘরে নিয়ে যায়। সেখানে সঞ্জয় এর বন্ধু একই এলাকার বানু নায়েকের ছেলে বিকাশ নায়েক (২৮) সহ ২ জনে মিলে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার বোন জামাই মুন্না তেলী ও এলাকাবাসী পরিত্যক্ত স্কুল গৃহ থেকে মেয়েটিকে উদ্ধার করে কমলগঞ্জ থানায় নিয়ে আসে। পরে কমলগঞ্জ উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেয়েটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
ধর্ষণের শিকার ঐ যুবতীর বোন জামাই মুন্না র্যালীর অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে এএসআই আনিছুর রহমান, এএসআই সবুজসহ একদল পুলিশ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কুরমা চা বাগানের শ্রমিক পাড়া থেকে ধর্ষণের অভিযোগে সঞ্জয় ও বিকাশকে আটক করে। এ ঘটনায় বুধবার রাতে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের মামলায় আটক দুইজনকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply