মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে পড়ে মাদ্রাসায় পড়–য়া শিক্ষাথর্ীর মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের হিরন মিয়ার মাদ্রাসা পড়–য়া ছেলে হোসেন মিয়া (৯) গত শনিবার (১৭ জুলাই) বিকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোন সন্ধান পাননি। রোববার সকাল ৬ টায় হিরন মিয়ার বাড়ীর সামনের পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক মহাদেব বাছাড় এর নেতৃত্বে পুলিশ নিহত মাদ্রাসা ছাত্রের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply