স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ এ ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে ৮৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরো ২ জন।
বৃহস্পতিবার (২২ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় মোট ২১৯ টি রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৮৩ জনের করোনা সনাক্ত করা হয়েছে।
করোনা আক্রান্ত ৮৩ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩৭ জন, কসবায় ১০ জন, সরাইলে ১৫ জন, আশুগঞ্জে ৭ জন, নাসিরনগরে ২ জন, বিজয়নগরে ৪ জন ও নবীনগরে ৮ জন।
এদিকে করোনা আক্রান্ত হয়ে নিহত ২ জনের মধ্যে সদর উপজেলার ১ জন, যার বয়স ৫০ বছর ও নবীনগর উপজেলার ১ জন, যার বয়স ৬৫ বছর। তারা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply