স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ এ ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ১৩৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আরো ২ জন।
শুক্রবার (২৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া সিভিল কার্যালয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় মোট ৩৫২ টি রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ১৩৭ জনের করোনা সনাক্ত করা হয়েছে।
করোনা আক্রান্ত ১৩৭ জনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৬৫ জন, কসবায় ৫৯ জন, সরাইলে ১২ জন ও আশুগঞ্জে ১ জন।
এদিকে করোনা আক্রান্ত হয়ে নিহত ২ জনের মধ্যে সরাইল উপজেলার ১ জন নারী, যার বয়স ৫০ বছর ও নাসিরনগর উপজেলার ১ জন পুরুষ, যার বয়স ৭৫ বছর। এদের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং আরেকজন নাসিরনগরে নিজ বাড়িতেই মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করে এ প্রতিবেদককে জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকলকে সচেতন থাকতে হবে। পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply