১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সকল কর্মসূচীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ জনিত স্বাস্থবিধি কঠোরভাবে অনুস্মরণপূর্বক সংশিষ্ট শোক দিবসের কর্মসূচী পালনের আহবান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
মঙ্গলবার (০৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দের এক যৌথ প্রস্তুতি সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুবলীগ সভাপতি শাহনূর ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এডঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, যুব মহিলালীগ সভানেত্রী রাবিয়া খাতুন রাখি, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক শাহ পরাণ প্রমুখ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply