স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামীকাল শনিবার (০৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার সকল ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে ১১০ টি কোভিড-১৯ টিকা কেন্দ্রে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে। শনিবার প্রথম দিনেই ৬১ হাজার নারী পুরুষদের মাঝে দেওয়া হবে করোনা টিকা। এই ক্যাম্পেইন চলাকালে শুধুমাত্র ১ম ডোজ ভ্যাকসিন প্রদান করা হবে। পরবর্তী মাসে একইভাবে ক্যাম্পেইনের মাধ্যমে ২য় ডোজ প্রদান করা হবে। ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত।
কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে ২৫ বছর ও তদুর্ধ্ব জনগোষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করা হবে। ক্যাম্পেইন পঞ্চাশোর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদেরকে ভ্যাকসিন প্রদান করা হবে । ভ্যাকসিন গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড (যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন) সঙ্গে আনতে হবে। এই ক্যাম্পেইনে গর্ভবর্তী ও স্তন্যদানকারী নারীগণকে ভ্যাকসিন প্রদান করা হবে না।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার যেসব কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, নির্ধারিত টিকা কেন্দ্রে উপস্থিত হয়ে সরকারি স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা গ্রহণের করার জন্য।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply