সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শুক্রবার বিকালে ছোট দেওয়ানপাড়া ঠাকুর বাড়ির সামনে সাবেক অতিরিক্ত সচিব সদ্য প্রয়াত ফরহাদ রহমান মাক্কির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের বরুনা পীর সাহেবের দ্বিতীয় খলিফা ও ইসলামাবাদ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা মোঃ মাহফুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন। বক্তব্য রাখেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোমান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইসমত আলী, সরাইল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শরিফ উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, আওয়ামী লীগ নেতা এডভোকেট কামরুজ্জামান আনসারী, এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউছার, বিশিষ্ট শিক্ষানুরাগী শফিকুল ইসলাম কানু মিয়া, জাতীয় পার্টির নেতা রহমত হোসেন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন প্রমুখ। পরে বিশেষ মোনাজত করেন মাওলানা আহসান উল্লাহ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply