স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল বলেছেন, ২০০৫ সালের ১৭ই আগস্ট
বিএনপি-জামাতের প্রত্যক্ষ মদদে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, আওয়ামীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর সিরিজ বোমা হামলা করা হয়েছিল।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে সরাইল বিশ্বরোড মোড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহনুর ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন।
এসময় যুবলীগ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, জেলা যুবলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০০৫ সালের ১৭ ই আগষ্ট সারাদেশের ৬৩ জেলায় বিএনপি জামাত এর সিরিজ বোমা হামলার করেন। ৬৪ জেলার মধ্যে বাদ ছিলো মুন্সিগঞ্জ জেলা। ৬৩ জেলায় একযুগে একই সময়ে পাঁচ শতাধিক বোমা বিস্ফোরণ করেন। এতে অনেক মানুষ নিহত হয় ও আহত হন অসংখ্য মানুষ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply