সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশন (ভূমি) ফারজানা ইয়াছিন, সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, রোকেয়া বেগম। সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, রাজিব আহমেদ, হাবিবুর রহমান, মোঃ দীন ইসলাম, মোশাররফ হোসেন, কাজল চৌধুরী। সভায় বক্তরা ঘনঘন লোডশেডিংয়ে এ উত্তেজনার এক পর্যায়ে উপস্থিত সভায় সকল সদস্যরা বিদ্যুৎ কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী সুমন সরকারকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অতি দ্রুত বিদ্যুতের সমস্যা সমাধান করে লোডশিং না দেয়ার নির্দেশ প্রদান করেন। লোডশিং বিষয়ে কথা বলার জন্য উপজেলা নিবার্হী কর্মকর্ত মো: আরিফুল হক মৃদুল ও সরাইল থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন মুঠোফোনে কল দিলেও তা রিসিভ না করায় নিবার্হী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) এ জেড এম আনোয়ারুজ্জামান এর প্রতি সভায় ক্ষোভ প্রকাশ করেন ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply