স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে আয়েশা আক্তার (০৭) ও সাদ্ হোসেন (০৫) নামে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) দুপুরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীরজান গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
জানা যায়, শনিবার দুপুর পৌঁনে ১২ টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দিঘীরজান গ্রামের মোঃ আজাদ ভুইয়ার একমাত্র ছেলে সাদ্ হোসেন ও একমাত্র মেয়ে আয়েশা বেগম বাড়ির উঠোনে খেলা করছিল। হঠাৎ তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন এদিক৷ সেদিক খুঁজতে থাকেন। কোথাও না পেয়ে বাড়ির পাশের পুকুরে গিয়ে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
দিঘীরজান গ্রামের কয়েকজনের সাথে মুঠোফানে কথা বলে জানা যায়, আজাদ ও আছিয়া দম্পত্তির এ দুটো সন্তানকে নিয়েই ছিলো তাদের সুখের সংসার। দুই সন্তানের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। তাদের শান্তনা দেওয়ার কোনো ভাষা নেই।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি মর্মান্তিক দূর্ঘটনা। তবে ঘটনার খবর শিশু৷ দুটির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply