ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় ৩য় একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ নভেম্বর) সকাল ১১.০০ টায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফারুক আহমেদ উল্লা খান। উপাচার্য মহোদয়ের অনুরোধক্রমে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন এর উপস্থিতিতে এবং রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীবের সঞ্চালনায় একাডেমিক কাউন্সিলের সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মিজানুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর কাজী মোঃ মোস্তফা জালাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ফাহমিদা আক্তার, ইইই বিভাগের বিভাগীয় প্রধান নাহিদ হাসান, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অর্পা পাল, সিএসই বিভাগের প্রভাষক আশরাফুল আলম, ইইই বিভাগের প্রভাষক সাগর বিশ্বাস, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক অদিতি রায়, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ ইমতিয়াজ মাহমুদ রিফাত এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রোহানা আফরোজ। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply