স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
র্যাবের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে মাদকসহ মোঃ শরিফ মিয়া-(২৫) ও মোঃ সাকিল-(২১) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকাল ৮ টা ৫০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর থেকে তাদেরকে আটক করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮ টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান চালিয়ে জেলার সরাইল উপজেলার রাজবাড়িয়াকান্দির ঝান্টু মিয়ার ছেলে মোঃ শরিফ মিয়া ও জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের নিয়াজ মোর্শেদের ছেলে মোঃ শাকিলকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ০১ টি ট্রাক তল্লাশী করিয়া ১৪৪ বোতল ফেন্সিডিল ও ১৪ কেজি মাদকদ্রব্য গাঁজা‘সহ উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply