স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের পৃথক অভিযানে গাঁজা, ফেনসিডিল ও বিয়ারসহ জয়নাল আবেদীন-(৫৮), রুনা লায়লা-(৩৭), কামাল হোসেন-(৩২), মোঃ সেলিম রেজা-(৩৪) ও মোঃ জুয়েল-(২৭) নামে পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (০৬ নভেম্বর) সকাল সাড়ে ৬ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করেন র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় পৃথক পৃথক অভিযানে জেলার কসবা উপজেলার বায়েক গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে জয়নাল আবেদীন ও আটককৃত জয়নাল আবেদীন এর স্ত্রী রুনা লায়লা, ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের এবাদত আলীর ছেলে কামাল হোসেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার গোয়াছনগর গ্রামের খোরশেদ আলীর ছেলে সেলিম রেজা ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাউরামারিচর গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ জুয়েলকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫৭.৫ কেজি গাঁজা, ৫৭ বোতল ফেন্সিডিল, ০২টি বিয়ার, ০১টি প্রাইভেটকার ও০১টি পিকআপ উদ্ধার করে জব্দ করেন।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply