শনিবার সকাল ১১টায় পাওয়ার হাউজ রোডে অবস্থিত ‘স্কলারস স্কুল এন্ড কলেজে’র হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ও পরিচালক ইনচার্জ শেখ সাদী।
স্কলারস স্কুল এন্ড কলেজের স্কুল অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সিটি মডেল কলেজের প্রিন্সিপাল ড. মো: মোস্তফা কামাল, প্রতিষ্ঠানের পরিচালক হেলাল উদ্দিন আহমেদ, শরিফ হোসেন, জাবেদ আহমেদ শিপু, সোহেল আহমেদ, সেলিম আহমেদ, শাহাদাৎ হোসেনপ্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান শেখ সাদী বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এ ধরনের সমাবেশ সত্যিকার অর্থে বিদ্যালয়ের লেখাপড়ার মানকে আরো এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে দেশ তাকিয়ে থাকবে। তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে এমন কিছু করো যাতে ভবিষ্যতে তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে একজন প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো।(প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply