সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়য়িার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৮ নভেম্বর ২০২১ ইং তারিখে সরাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করেন সরাইল থানা পুলিশ।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনের সভাপতিত্বে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিছুল ইসলাম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সকল প্রার্থীদের সহযোগিতা করতে হবে। নির্বাচনের আচরণবিধি লংঘন এবং যে কোনো ধরণের সহিংসতা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। সহিংসতাকারী যেই হউক কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, ভোটাররা যেন তাদের ভোট প্রদান করে ভোট কেন্দ্র ত্যাগ করেন। অন্যথায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেবো না।
বিশেষ আইনশৃঙ্খলা সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply