ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় তানিয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার (২২ নভেম্বর) ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। নিহত তানিয়া আক্তার একই উপজেলার মোগড়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামের বুলু মিয়ার ছেলে শরিফুল ইসলামের স্ত্রী।
এদিকে, প্রতক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া পৌর শহর থেকে বাড়িতে যাওয়ার পথে উপজেলার গাজীরবাজার একটি কুকুরকে বাঁচাতে মোটরসাইকেল আরোহী নিহত তানিয়া আক্তারের স্বামী শরিফুল ইসলাম নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এতে পেছনে বসে থাকা শরিফুলের স্ত্রী তানিয়া গুরুতর আহত হলে তাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা রেফার করলে রাজধানী ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান গৃহবধূ তানিয়া আক্তার।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
বিজয়নগরে ইউপি চেয়ারম্যান পদে নৌকার টিকেট পেলেন যারা
স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
Leave a Reply