মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৯ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য নির্মিত হতে যাচ্ছে ৯ টি বীর নিবাস। বীর নিবাস প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- এ,কে,এম সামসুল হক, সৈয়দ সাহব উদ্দিন, মোঃ আব্দুল মোনায়েম, মোঃ শহিদ মিয়া, বাচ্চু মিয়া, শম্ভু চক্রবর্তী, হাফিজুর রহমান, মোঃ আবু শ্যামা ও দীনেশ চন্দ্র দাস।
আবাসন প্রকল্পের জন্য ৯ বীর মুক্তিযোদ্ধার তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, অসহায় ও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা দূরীকরণের কথা চিন্তা করে সরকার এ উদ্যােগ গ্রহণ করেছেন। মেসার্স শাপলা এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ সমস্ত বীরনিবাস নিমার্ণের দায়িত্ব পেয়েছেন।
প্রতিটি বীর নিবাস নির্মাণে সরকারের ১৩ লক্ষ ৪৩ হাজার ৬১৭ টাকা নির্মান ব্যয় ধরা হয়েছে। ৯ টি বীর নিবাস তৈরীতে সরকারের খরচ হবে প্রায় ১ কোটি ২০ লক্ষ ৯২ হাজার ৫৫৩ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন এ প্রতিবেদককে জানান, ইতিমধ্যে বীর নিবাস নির্মাণের জন্য টেন্ডার কাজ শেষ হয়েছে এবং খুব দ্রুত নির্মান কাজ শুরু করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply