সংবাদ শিরোনাম
“স্মার্ট ডিভাইস পরিচালনার দক্ষতাকেই স্মার্ট হওয়া বোঝায় না বরং বই পড়ার মাধ্যমে স্মার্ট মানুষ হওয়া যায়; এডিসি সাইফুল ইসলাম অসুস্থ শিক্ষকের শয্যা পাশে কমলগঞ্জের ইউএনও কমলগঞ্জে আন্ত: বিভাগীয় ডাকাত সর্দার কালা বাবুল গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার ২শত কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সরাইল উপজেলা পরিষদের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যকরী কমিটির তিন জনকে সংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঈদকে সামনে রেখে জাল টাকার ছড়াছড়ি – নবীনগরে জালনোটসহ একজন আটক।। ১৫ দিনের জেল ব্রাহ্মণবাড়িয়ায় হালাল বেকারির পাউরুটিতে নিষিদ্ধ ব্রোমেটের উপস্থিতি শোক সংবাদ: মোহাম্মদ আবু আহম্মদ মৃধার ইন্তেকাল চাঁদের নিচে কি ওঠা!

নাসিরনগরে সোয়া এক কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৯ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার বীর নিবাস

নাসিরনগরে সোয়া এক কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৯ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধার বীর নিবাস

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৯ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য নির্মিত হতে যাচ্ছে ৯ টি বীর নিবাস। বীর নিবাস প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- এ,কে,এম সামসুল হক, সৈয়দ সাহব উদ্দিন, মোঃ আব্দুল মোনায়েম, মোঃ শহিদ মিয়া, বাচ্চু মিয়া, শম্ভু চক্রবর্তী, হাফিজুর রহমান, মোঃ আবু শ্যামা ও দীনেশ চন্দ্র দাস।
আবাসন প্রকল্পের জন্য ৯ বীর মুক্তিযোদ্ধার তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, অসহায় ও অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা দূরীকরণের কথা চিন্তা করে সরকার এ উদ্যােগ গ্রহণ করেছেন। মেসার্স শাপলা এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান এ সমস্ত বীরনিবাস নিমার্ণের দায়িত্ব পেয়েছেন।
প্রতিটি বীর নিবাস নির্মাণে সরকারের ১৩ লক্ষ ৪৩ হাজার ৬১৭ টাকা নির্মান ব্যয় ধরা হয়েছে। ৯ টি বীর নিবাস তৈরীতে সরকারের খরচ হবে প্রায় ১ কোটি ২০ লক্ষ ৯২ হাজার ৫৫৩ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন এ প্রতিবেদককে জানান, ইতিমধ্যে বীর নিবাস নির্মাণের জন্য টেন্ডার কাজ শেষ হয়েছে এবং খুব দ্রুত নির্মান কাজ শুরু করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (ভোর ৫:৪২)
  • ৭ই রমজান, ১৪৪৪ হিজরি
  • ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল)
© All rights reserved © 2017 Somoynewsbd24.Com
Translate »