স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৯ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সোমবার (০৬ ডিসেম্বর) মনোনয়ন পত্র যাচাই বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আগামীকাল ৭ ডিসেম্বর মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহারকৃতরা হলেন – উপজেলার বুধন্তী ইউনিয়নে মোঃ জিতু মিয়া, মোঃ রানা (২ জন), চান্দুরা ইউনিয়নে মোসাঃ তাসমিন আক্তার (০১ জন), ইছাপুরা ইউনিয়নে মোঃ সুজন মিয়া, রেজাউল হক রিপন (০২ জন), পাহাড়পুর ইউনিয়নে মোঃ তৈয়ব আলী (০১ জন), চম্পকনগর ইউনিয়নে আব্দুল খালেক, আমির খাঁন, আবু সাঈদ, পরিমল দাস (০৪ জন), বিষ্ণুপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম ভুইয়া সুমন, কবি ম প স তাবরিজ সরকার, মোঃ হাবিবুর রহমান (০৩ জন), পত্তন ইউনিয়নে হৃদয় আহমেদ জালাল, সিরাজুল ইসলাম (০২ জন) ও চরইসলামপুর ইউনিয়নে মোঃ সাচ্চু মিয়া, সাদ্দাম হোসেন, আব্দুল মতিন এবং মনিরুজ্জামান (০৪ জন)। তবে সিঙ্গারবিল ও হরষপুর ইউনিয়নে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
অপরদিকে, উপজেলার ১০ টি ইউনিয়নে সাধারন সদস্য ও নারী সদস্য পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ১৫ জন প্রার্থী।
বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ ১০ টি ইউপির নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তাদের সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply