পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামীলীগ দলের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন। এতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১ টি ও আশুগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়ন রয়েছে। ১৯ টি ইউনিয়নে অধিকাংশই বর্তমান চেয়ারম্যানরাই পুনরায় দলের মনোনয়ন পেয়েছেন।
সোমবার (০৬ ডিসেম্ব) দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা হলেন- বাসুদেব ইউনিয়নে মোহাম্মদ এম আলম ভুইয়া, মাছিহাতা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আল আমি , সুলতানপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শেখ ওমর ফারুক, রামরাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, নাটাই উত্তর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, তালশহর পূর্ব ইউনিয়নে আব্দুল সালাম, মজলিশপুর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম, বুধল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল হক, সুহিলপুর ইউনিয়নে আব্দুল রশিদ ভুইয়া (নতুন মুখ), সাদেকপুর ইউনিয়নে মোঃ নাছির উদ্দিন ও নাটাই দক্ষিণ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ নাজমুল হক।
অপরদিকে আশুগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা হলেন- আশুগঞ্জ সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, চরচারতলায় মোঃ আইয়ুব খান, দূর্গাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জিয়াউল করিম খান (সাজু), তালশহর পশ্চিম ইউনিয়নে মোঃ সোলাইমান মিয়া, আড়াইসিধা ইউনিয়নে মোঃ সেলিম, শরীফপুর ইউনিয়নে মোহাম্মদ মহিউদ্দিন, লালপুর ইউনিয়নে মোঃ মোরশেদ মিয়া ও তারুয়া ইউনিয়নে মোঃ ইদ্রিস মিয়া।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply