মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের হামলায় উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুন জ্যোতি ভট্রাচার্য্য আহত হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ অফিসে অরুণ জ্যোতি ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেবের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে একটি প্রস্তাবিত রাস্তা নির্মাণ নিয়ে তুমুল বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির উপক্রম হয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে অরুণ ঘটনাস্থল থেকে চলে যান। পরে বিষয়টি সমাধান করে দেয়ার কথা বলে অরুণকে ফোন দিলে আওয়ামীলীগের স্থানীয় নেতাদের সামনে অঞ্জন দেবের সমর্থকদের হামলার শিকার হয় আওয়ামী লীগ নেতা অরুন জ্যোতি ভট্রাচার্য্য। হামলায় অরুণের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, এ ঘটনার খবর পেয়ে অরুনকে দেখতে হাসপাতালে যান উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান পুতুল রানী দাস, গুনিয়াউক ইউপির চেয়ারম্যান মোঃ জিতু মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, ছাত্রলীগের আহবায়ক নাসিরুদ্দিন রানা, আ’লীগ নেতা হাকিম রাজা, যুবলীগ নেতা অবিদ খানসহ আরো অনেকে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply